বরিশালে জেলিযুক্ত ১০ মন চিংড়ি জব্দ

বরিশালে জেলিযুক্ত ১০ মন চিংড়ি জব্দ


বরিশালে ক্ষতিকর জেলিযুক্ত ১০ মন চিংড়ি জব্দ করেছে পুলিশ। এসময় জেলিযুক্ত মাছ পরিবহনের সঙ্গে যুক্ত তিন ব্যক্তি ও একটি আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে বরিশাল মহানগরের বাজার রোড আলিয়া মাদরাসা এলাকায় নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এই চিংড়ি জব্দ করা হয়। 
আটককৃতরা হলো, নগরীর ভাটিখানা এলাকার মো: আলামিন, পোর্ট রোড এলাকার আব্দুল আজিজ ও জাহিদ হোসেন। এদের মধ্যে আজিজ ট্রাক চালক ও জাহিদ হেলপার। 


বরিশাল নৌ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি যুক্ত চিংড়ি জব্দ করা হয়। যা বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ চলছে আটককৃতদের। তারা সাতক্ষীরা থেকে বরিশালে এই  চিংড়ি নিয়ে আসছে।