বরিশালে ডেঙ্গু জ্বরে গৃহবধুর মৃত্যু

বরিশালে ডেঙ্গু  জ্বরে গৃহবধুর মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সাধনা রানী হাওলাদার নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্বামীর নাম বাবুল চন্দ্র হাওলাদার। তাদের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার জোয়ার করুণা গ্রামে। সাধনা ডেঙ্গু জ¦রের জন্য চিকিৎসা নিতে শনিবার রাত দশটাতে ভর্তি হয়েছিলেন। 
গত ২৪ ঘন্টায় শের-ই-বাংলা হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১৫ জন। এযাবৎ এই হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে। আর বরিশাল বিভাগে এই রোগে মৃত্যুর সংখ্যা মোট ১৬ জন। 

এদিকে ডেঙ্গু রোগির স্বজনরা অভিযোগ করে বলেন, সিনিয়র চিকিৎসকরা তেমন রোগী দেখতে আসেন না। তাদের স্যালাইন সহ বিবিধ ওষুধ বাহির থেকে কিনে আনতে হয়।

এব্যাপারে  হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, জনগণ মনে করছে ডেঙ্গু নাই এর মৌসুম শেষ। ডেঙ্গু রোগ নির্মুল হয়েছে এটা ভাবা ঠিক হবে না। ডেঙ্গু যে এখানো আছে, তা হাসপাতালগুলোর দিকে তাকালে বুঝা যায়। এখন রোগীর সংখ্যা কমতেছে, তবে একেবারে কমে যাচ্ছেনা। তাই বিলম্ব না করে রোগ ধরার পর পরই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। এই রোগের প্রতিরোধের জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।