বরিশালে দুই মাসে ভ্রাম্যমান আদালতের জরিমানা ৪৪ লাখ টাকা

বরিশালে গত দুই মাসে স্বাস্থ্যবিধি অমান্য করাসহ সরকারের নির্দেশনা অমান্যকরার দায়ে পরিচালিত ভ্রামান আদালত ১ হাজার ১৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ৪৪ লাখ টাকা আর্থিক জরিমানা করে। জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে ওই তথ্য জানানো হয়।
করোনা প্রাদুর্ভাব শুরু পর থেকে শারীরিক দূরত্ব নিশ্চিত করা, বাড়িতে থাকার নির্দেশানা এবং স্বাস্থবিধি মানতে ব্যাপক হারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত মার্চ মাস থেকে বরিশাল জেলায় ৩০২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদ- ছাড়াও আর্থিক জরিমান করে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত দুই মাসে বরিশালে ৩০২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অমান্য করা লকডাউনের সময় অযথা দোকান খুলে জনসমাগম করা, বাড়িতে থাকার নির্দেশনা অমান্য করা, মাক্স, হ্যা- স্যানিটাইজারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্য আদায করাসহ নানা অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৪৭১ জন ব্যক্তি এবং ৬৬১টি প্রতিষ্ঠানকে ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া গত দুই মাসে ৪৯ জন ব্যক্তিকে আইন অমান্য করার দায়ে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। যার অংশ হিসেবে গত দুই মাসে ব্যাপক সংখ্যক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এর সঙ্গে নাগরিকদের সহযোগিতাও ছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।