বরিশালে নারী কর্মচারীকে যৌন হয়রানীর ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

বরিশালে পানি উন্নয়ন বোর্ডের তত্ববধায়ক প্রকৌশলীর গাড়ি চালক লক্ষণ চন্দ্র মালী এবং প্রকৌশলীর এক নিকটাত্মীয়ের বিরুদ্ধে একই দপ্তরের এক নারী কর্মচারীকে যৌন হেনেস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা। আঞ্চলিক দৈনিকে প্রকাশিত ওই খবর দেখে নিন্দা জানায় মহিলা পরিষদ।
মঙ্গলবার এক নিন্দা প্রতিবাদের মহিলা পরিষদ প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছে। একই সঙ্গে আসামীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আদালতে চার্জসীট প্রদান ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।
প্রতিবাদ লিপিতে মহিলা পরিষদ উল্লেখ করেছে, বরিশালে পানি উন্নয়ন বোর্ডের তত্ববধায়ক প্রকৌশলীর গাড়ি চালক লক্ষণ চন্দ্র মালী এবং প্রকৌশলীর এক নিকটাত্মীয়ের বিরুদ্ধে একই দপ্তরের এক নারী কর্মচারীকে যৌন হেনেস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ওই দুই জনের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করলেও উর্ধতন কর্মকর্তারা অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে বরং অভিযোগকারীকে ফের অভিযোগ না করতে শাসিয়েছেন। এমন প্রতিবেদন দেখে হতবাক হয়েছে মহিলা পরিষদ। তারা এই ঘটনার নিন্দা এবং দোষীদের শাস্তি দাবি করেছে।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা সভাপতি রাবেয়া খাতুন, সহ-সভাপতি নূরজাহান বেগম, জাহান আরা বেগম, প্রফেসর শাহ-সাজেদা, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা টুনু রানী কর্মকার, অর্থ সম্পাদক সেলিনা ইয়াছমিন এ্যানি, লিগ্যাল এইড সম্পাদক জেসমিন আক্তার, আন্দোলন সম্পাদক সুরুচি কর্মকার, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক মলিনা মন্ডল, প্রচার সম্পাদক পাপিয়া জেসমিনসহ অন্যান্য নেত্রীবৃন্দ।