বরিশালে নির্দেশ না মানায় ৪১ জনকে জরিমানা

বরিশালে নির্দেশ না মানায় ৪১ জনকে জরিমানা

বরিশালে করোনা মোকাবেলায় সরকারি নির্দেশ অমান্য করায় পৃথক দুটি ভ্রাম্যমান আদালত ৪১ জনকে জরিমানা করেছে। এদের কাছ থেকে ৪৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি মাইক্রোবাস এবং ২টি পিকাপ আটক করা হয়।

গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় নগরীর রূপাতলী বাস টার্মিনাল, সাগরদী বাজার এবং নবগ্রাম রোড চৌমাথাসহ বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫ জন যাত্রী নিয়ে ঢাকা রওয়ানা দেয়ার আগ মুহূর্তে চালকসহ ২টি মাইক্রোবাস আটক করেন সেনা সদস্যরা। এ সময় সরকারি নির্দেশ অমান্য এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের ভ্রাম্যমান আদালত তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে নগরীর সাগরদী এলাকায় তিনটি হার্ডওয়্যারের দোকান খোলা রাখায় ৩ মালিককে ১২ হাজার টাকা এবং নগরীর নবগ্রাম রোড চৌমাথা এলাকায় পিকাপে করে যাত্রী পরিবহনের অভিযোগে চালকসহ মোট ২৩জন আরোহীকে ১৬ হাজার ৯০০ টাকা করে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত।

করোনা ভাইরাস থেকে জনগণকে রক্ষার জন্য সরকারের নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. জিয়াউর রহমান।

ভ্রাম্যমান আদালত পরিচালনা ছাড়াও জনসমাগম রোধ এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে নগরীসহ সর্বত্র জোড়দার টহল দিচ্ছে সেনা বাহিনী, র‌্যাব এবং পুলিশ।