বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর জরুরী বৈঠক

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর জরুরী বৈঠক

করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। বরিশালে ভাইরাস সংক্রমণ রোধে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরী বৈঠকে করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি। 

আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর বিআইপ রেস্টহাউজে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে, প্রশাসনের পক্ষ থেকে বরিশালের করোনা পরিস্থিতি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এসময় শের-ই বাংলা মেডিকেল, জেনারেল হাসপাতাল ও ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসায় প্রস্তুত রাখার কথা জানানো হয়।  

সভায় প্রতিমন্ত্রী জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেলে করোনাভাইরাস রোগ নির্ণয় করার চিকিৎসা সামগ্রী শিগ্রই ব্যবস্থা করা হচ্ছে। এ লক্ষে স্বাস্থ্য মন্ত্রীর সাথেও কথা বলা হয়েছে। আরো বলেন, পুলিশ ও সেনা বাহিনীর  সমন্বয়ে করোনা সক্রমন এরাতে প্রবাস ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন এবং সাধারন মানুষ কে নিজ নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করার নির্দেশ দেন।

এসময়ে বৈঠকে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ডিজিএফআই কর্ণেল মোহাম্মদ বাকের, এন এস আই যুগ্ম পরিচালক অসীত কুমার, শের-ই বাংলা মেডিকেল পরিচালক ডা. মো. বাকির হোসেন, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন ও আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা।