বরিশালে প্রাণি সম্পদ প্রদর্শনী

বরিশালে প্রাণি সম্পদ প্রদর্শনী

বরিশালে একদিন ব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী হয়েছে। নগরীর নবগ্রাম রোডস্থ জেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে বুধবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বরিশাল সদর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণি সম্পদ ও  ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিপি) সহযোগিতায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ অফিসার ড. মোঃ নুরুল আলম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল ডেইরী এবং পোলট্রিফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ সৌরভ প্রমুখ।

প্রদর্শনীর ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির দেশী বিদেশী পশু-পাখি শোভা পেয়েছে। এছাড়া মেলায় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।