বরিশালে বিএম কলেজ রুটিন পরিবর্তনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক সন্মান চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার ( ১৬ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ১১টায় বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করেন।
এই দাবীতে কলেজের জিরো পয়েন্ট থেকে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় সড়কের দুই দিকে দির্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্বুত সমস্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা জানান, স্নাতক সন্মান চতুর্থ বর্ষের (২০১৫-২০১৬) পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারী শুরু হওয়ার কথা রয়েছে। এই রুটিনে ঐতিহাসিক ৭ই মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে সে অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষা দেয়া সম্ভব নয়। তাছাড়া মুজিব বর্ষের অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী নয়।
আলমাস হোসেন নামে এক শিক্ষার্থী জানান, ৪র্থ বর্ষের অনেকের ২৬ ফেব্রুয়ারী এবং একই দিন ৩য় বর্ষের ইমপ্রুভ পরীক্ষা রয়েছে। রুটিন অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি আবার ৪র্থ বর্ষের পরীক্ষা। এ রকম রুটিনে পরীক্ষা দেওয়া অসম্ভব।
বিএম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার জানান, শিক্ষার্থীদের দাবী যৌক্তিক। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশালের আঞ্চলিক পরিচালক সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর একটা সুষ্ঠু সমাধানের আশা করছেন তারা।