বরিশালে জীবনানন্দ মেলার উদ্বোধন

বরিশালে জীবনানন্দ মেলার উদ্বোধন

রূপসী বাংলার কবি, নির্জনার কবি, প্রকৃতির কবি জীবনানন্দ দাশের ১২১তম জন্মদিনে কবির কর্মস্থল ব্রজমোহন কলেজ মাঠে তিন দিনের জীবনানন্দ মেলার উদ্বোধন হয়েছে। কলেজের  অন্যতম সাংস্কৃতিক সংগঠন উত্তরণ ওই মেলার আয়োজন করে।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয়ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় মেলার। স্বারক বেলুন অবমুক্ত করে আনুষ্ঠানিক এর উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া।

‘তোমরা স্বপ্নের ঘরে চলে এসো-এখানে মুছিয়া যাবে হৃদয়ের ব্যথা’ এই শিরোনাম নিয়ে অনুষ্ঠিত মেলা জীবনানন্দ দাশের কবিতা ‘আবার আসিব ফিরে’ গানের সঙ্গে উত্তরণ কর্মীদের পরিবেশণায় উদ্বোধনী নৃত্যে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য, প্রেম এবং পবিত্রতার পীঠস্থান ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা যাতে জীবনানন্দ দাশকে চর্চা করেন সেব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। একই সঙ্গে কলেজ শিক্ষার্থীরা যাতে সংস্কৃতি চর্চার দিকে এগিয়ে আসে সেব্যাপারে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। 

উত্তরণের সভাপতি জুবায়ের হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় আলোচনা করেন, ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ার, কবি ও শিশু সংগঠক নজরুম হোসেন আকাশ, ইংরেজি বিভাগের প্রধান অলকা রাণী, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষক সঙ্গীতা সরকার, উত্তরণের জেষ্ঠ্য সদস্য মেহেদী হাসান, উত্তরণের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কলেজ শাখার সভাপতি মারুফ হোসেন প্রমূখ।

অনুষ্ঠান মঞ্চে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সংগীতা সরকারের কাব্য গ্রন্থ ‘জীবন এক জ্যামিতি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় একই মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন। অতিথি ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ শাজেদা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিম-লীর সদস্য শুভংকর চক্রবর্তী, ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক আবদুর রহিম সরদার, জীবনানন্দ গবেষক অধ্যাপক তপংকর চক্রবর্তী। সন্ধ্যায় আলোচনা শেষে , সঙ্গীত, নৃত্য, এবং নাটক মঞ্চস্থ হয়।

মেলায় বইসহ বিভিন্ন পন্যের ৩০টি স্টল রয়েছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গন সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।