বরিশালে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরিশালে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


বরিশালে জেলা পর্যায়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে বরিশাল সার্কিট হাউজে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। 

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমপি’র অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, ড. এসএম তাওহিদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। 

অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক প্রকল্পের জন্য জুনিয়র ও সিনিয়র গ্রুপ এবং বিশেষ গ্রুপে ৯ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।