বরিশালে বিদেশী ওষুধের অতিরিক্ত মূল্য রাখায় জরিমানা

বরিশালে বিদেশী ওষুধের অতিরিক্ত মূল্য রাখায় জরিমানা

বরিশালে বিদেশী ওষুধের অতিরিক্ত মূল্য রাখার দায়ে লাজ ফার্মা নামে ওষুধের একটি বিক্রয় কেন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এছাড়া নোংরা পরিবেশে পঁচাবাসি খাবার বিক্রি করায় একটি রেস্তোরা থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে খ্যাতনামা পোষাক বিপনী টপ টেনকে সতর্ক করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

বুধবার (২৭ এপ্রিল)  দুপুরে এই অভিযান পরিচালিত হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া জানান, একজন গ্রাহকের সু-নির্দিস্ট অভিযোগের প্রেক্ষিতে নগরীর ফলপট্টি রোডের লাজ ফার্মা নামে একটি ওষুধ বিক্রয় কেন্দ্রে অভিযান চালান তারা। এ সময় প্রাকটিন (practin) নামে ভারতীয় একটি সিরাপ নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বিক্রি করার অভিযোগ প্রমানিত হওয়ায় এবং আমদানীকারকের তথ্য না থাকায় লাজ ফার্মা থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন তারা। 

এছাড়া সদর রোডের বিবির পুকুর পাড়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার বিক্রি করায় কাজল নামে একটি রেস্তোরা থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে সদর রোডের অভিজাত পোষাক বিতান টপ টেনকে সতর্ক করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।