বরিশালে বিশ্ব ক্লাবফুট দিবস উৎযাপন

স্বেচ্ছাসেবী সংস্থা দি গ্লোনকো ফাউন্ডেশনের ‘ওয়াক ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে বরিশালে বিশ্ব ক্লাবফুট দিবস উৎযাপন হয়। ক্লাবফুট শিশুদের সঙ্গে গ্রুপ ফটোসেশন, বর্ণাঢ্য র্যালী ও শুভেচ্ছা উপহারের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয় বিশ্ব ক্লাবফুট দিবস।
বৃহস্পতিবার (০৩ জুন) বেলা ১১টায় এ্যাড. হেমায়েত উদ্দিন আহম্মেদ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে ওই র্যালীতে অংশ নেন আমন্ত্রিত অতিথি, বরিশালের বিভিন্ন অঞ্চলের ক্লাবফুট শিশুসহ অবিভাবকবৃন্দ। বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী মাস্ক, টি-শার্ট, ক্যাপ উপহার দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াক ফর লাইফের, ক্লিনিক্যাল ম্যানেজার মাজারুল ইসলাম, প্রভাষক, ডিডাব্লিএফ র্নাসিং কলেজের সুদিপ কুমার নাথ, ওয়াক ফর লাইফ, ক্লিনিক্যাল সহকারী আশিকুল ইসলাম রাসেল।
ক্লাবফুট শিশুর অবিভাবক মো. আলী আকবর ভোরের আলোকে বলেন, ‘আমার সন্তান হুমায়ারা ছোট থেকেই ওর পা বাঁকা পরবর্তিতে আমরা ‘ওয়াক ফর লাইফ’ এর খোঁজ পেয়ে হুমায়ারার বয়স যখন ৩ মাস তখন থেকে চিকিৎসা নেয়া শুরু করি। এখন আমার সন্তান সুস্থ আছে।’
ক্লিনিক ম্যানেজার মাজারুল ইসলাম বলেন, ‘শিশুদের জন্মগত বাঁকা পা এখন আর কোনও সমস্যা নয়। একটু সচেতন হলেই এই সমস্যা সমাধান করা যায়। যত দ্রুত সম্ভব চিকিৎসা নিয়ে শিশুর জন্মগত বাঁকা পা ঠিক করা এখন সম্ভব। ‘ওয়াক ফর লাইফ’ বাংলাদেশের ক্লাবফুট শিশুদের নিয়েই চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তেমনই আমদের কাছ থেকে চিকিৎসা নিয়ে ক্লাবফুট শিশুদের পরিবার এখন সুস্থ, সুন্দর আছে। আজ এই বিশ্ব ক্লাবফুট দিবসে তাদের সকলকে একত্রিত করতে পেরে আমাদের ভালো লেগেছে।