বরিশালে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন

বরিশালে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন


বরিশালে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন হয়েছে। এই কর্মসূচির আওতায় বরিশাল জেলার ১০ উপজেলায় ২০ হাজারের বেশি ফলদ, বজন ও ওষধি গাচের চারা রোপন করা হবে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফলদ, বজন ও ওষধি গাচের চারা রোপনের মধ্য দিয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বরিশাল জেলায় এই কর্মসূচির উদ্ধোধন করেন।

এ সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন এবং জেলা বন কর্মকর্তা জিএম রফিক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানন, মুজিব বর্ষ উপলক্ষ্যে সারা দেশে এক কোটি ফলদ, বনজ ও ঔষধী গাচের চারা রোপনের কর্মসূচী নিয়েছে সরকার। গতকাল বেলা ১১টায় প্রধানমন্ত্রী গণভবনে দেশবাপী এই কর্মসূচির উদ্ধোধন করেন। এরপরই জেলা প্রশাসক বরিশালের কর্মসূচির উদ্ধোধন করেন। এই কর্মসূচির আওতায় বরিশাল জেলার ১০ উপজেলায় ২০ হাজার ৩০০ ২৫টি করে কৃষ্ণচূড়া, শিউলী, পলাশ, অর্জুন এবং পেয়ারা ও বহেরাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হবে। বন বিভাগ এই গাছের চারার জোগান দেবে।