বরিশালে করোনায় কর্মহীন শিল্পি ও সাংস্কৃতিক কর্মীদের অনুদানের চেক বিতরণ

বরিশালে করোনায় কর্মহীন শিল্পি ও সাংস্কৃতিক কর্মীদের অনুদানের চেক বিতরণ

বরিশালে করোনার কারণে কর্মহীন শিল্পি ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের হলরুমে আনুষ্ঠানিভাবে ৪০জন অসহায় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীর মাঝে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 


এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস ও জেলা কালচারাল কর্মকর্তা হাসানুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।