বরিশালে বেঁদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন

বরিশালে বেঁদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন
বরিশালে বেঁদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সমাজসেবা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবদুর রশীদ খান ও জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানে বেঁদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহনকারী ৫০ জনের প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন, ১২ হাজার টাকার চেক এবং সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।