বরিশালে ভোটার হালনাগাদ কর্মসূচি শুরু ২০ মে

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে তার ন্যায় বরিশালেও শুরু হচ্ছে ভোটার হালনাগাদ কর্মসূচি ২০২২।
আগামী ২০ মে বরিশালে ভোটার হালনাগাদ কর্মসূচিতে প্রথম ধাপে তথ্যসংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। এবারের হালনাগাদ কার্যক্রম মোট ৪ টি ধাপে সম্পন্ন করা হবে তবে প্রথম ধাপে ৯ জুন পর্যন্ত এ হালনাগাদ কার্যক্রম চলবে।
বরিশালে সদরউপজেলাসহ আগৈলঝাড়া,গৌরনদী উপজেলায় প্রথমধাপে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম চলবে। এ তিন উপজেলায় ২০ মে তথ্য সংগ্রহ হয়ে ৯ জুন পর্যন্ত চলবে এরপর ১০ জুন শুরু হবে নিবন্ধন কার্যক্রম শেষ হবে ২১ জুলাই।
এসময়ে তথ্য সংগ্রহ কারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং ইতিপূর্বে যারা ভোটার হননি হালনাগাদে তাদের তথ্য সংগ্রহ করা হবে।তবে এ-সময় মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করবেন এবং তাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে। নতুন ভোটার হতে ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ,পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ইউটিলিটি ( বিদ্যুৎ, গ্যাস,পানি,টেলিফোন)
বিলের কপি লাগবে।
এছাড়াও প্রথম ধাপে বরিশাল বিভাগের বরগুনার সদর উপজেলাসহ আমতলী উপজেলা, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ও গলাচিপা উপজেলা,ভোলা জেলার সদরসহ মনপুরা উপজেলা,ঝালকাঠি জেলার সদর উপজেলা, পিরোজপুর জেলার সদরসহ নেছারাবাদ উপজেলায় বিভিন্ন মেয়াদে ভোটার হালনাগাদ কর্মসূচীর মাধ্যমে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে।