বরিশালে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ মিছিলে ঢাকা, চট্টগ্রাম ও বাক্ষ্মনবাড়িয়ায় গুলিতে ৭জন নিহতের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
শনিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর সদর হাসপাতাল চত্ত্বর থেকে ৩ সংগঠনের মহানগর ও জেলা শাখার উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি হাসপাতাল রোডের সোনালী সিনেমা হল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তক্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল আহসান রতন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির।
মিছিল থেকে বিভিন্ন স্থানে গুলিতে ৭জন নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়। এছাড়াও তারা সরকার বিরোধী নানা শ্লোগান দেয়।