বরিশালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন

বরিশালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নগরীর জিলা স্কুল মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি সদর রোড প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চেীধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা।