বরিশালে লাল সবুজ সোসাইটির ইয়ুথ সামিট

বরিশালে লাল সবুজ সোসাইটির ইয়ুথ সামিট

বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটির উদ্যোগে দিনব্যাপী ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে তরুণদের নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অংশগ্রণের জন্য গড়ে উঠতে আহ্বান জানানো হয়।

গতকাল শনিবার দুপুরে নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী ইয়ুথ সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এর আগে তরুনদের নেতৃত্ব বিকাশের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। পরপরই এসডিজিতে তরুণদের অংশগ্রহণ ও ভূমিকার ওপর প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। 

লাল সবুজ সোসাইটির কেন্দ্রীয় সহসভাপতি জেরিন তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস,  সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান মিরণ ও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুম মনির টিটু।অনুষ্ঠানে লাল সবুজ সোসাইটির সদস্যসহ শতাধিক ইয়ুথ অংশগ্রহণ করেন।