সিঅ্যান্ডবি রোডে ছাত্রদলের মশাল মিছিল

বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডে ছাত্রদল মশাল মিছিল করে। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ওই মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৭টায় নগরীর সিঅ্যান্ডবি রোডের ফরাজী ওয়ার্কশপের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়।
জেলা ছাত্রদলের নেতা আসিফ আল মামুনের নেতৃত্বে মিছিলটি বের করে ছাত্রদলের কর্মীরা।
মিছিলটি নগরীর সরকারি ব্রজমোহন কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া এলাকায় গিয়ে শেষ হয়। এসময় ছাত্রদলকর্মীরা প্রেসক্লাবে ঢুকে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান।