বরিশালে শতজন ছাদ বাগানীর মাঝে বিভিন্ন ধরনের ফল ও ফুলের চারা বিতরণ

বরিশালে শতজন ছাদ বাগানীর মাঝে বিভিন্ন ধরনের ফল ও ফুলের চারা বিতরণ

বরিশাল নগরীর শতজন’  ছাদ বাগানীর মাঝে বিভিন্ন ধরনের ফল ও ফুলের চারা বিতরন করেছে সবুজ কৃষি নামে একটি কৃষি সংগঠন। বৃহস্পতিবার বিকেলে নগরীর সরকারি বরিশাল কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাদ বাগানীদের মাঝে ১শ’ টি কাগজী লেবুর চারা, ১শ’ পিস ড্রাগন চারা, ১শ’ রেইন লিলি এবং ৬০ কাটা মুকুট ফুল চারা বিতরন করা হয়। 

অনুষ্ঠানে বিতরনের জন্য বরিশালের ছাদ বাগানী গাইনোকোলজি বিশেষজ্ঞ ডা. হাসিনা মর্তুজা ১শ’ পিস কাগজী লেবুর চারা ও ৬০পিস কাটা মুকুট ফুলের চারা, মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-কমিশনার খায়রুল আলমের সহধর্মীনি দিলরুবা আলম ৩৫টি ড্রাগন চারা, ঝাউতলা নিবাসী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষিকা মুশফিকা বেগম ৫০টি ড্রাগন চারা, ঢাকার ছাদ বাগানী সেহেলী আহমেদ ১শ’ টি রেইন লিলি সহ বিভিন্ন ছাদ বাগানীরা ফল ও ফুলের চারা সবুজ কৃষি বরিশালের এডমিন গ্রুপের কাছে প্রদান করে। গতকাল অনুষ্ঠানের মাধ্যমে নগরীর ১শ’ ছাদ বাগানীর মাঝে এই চারা বিতরন করা হয়। 

এ সময় সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা প্রকৌশলী বরকত হাসান, গ্রুপের এডমিন ও সরকারী বরিশাল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর লতিফা আক্তার ঝর্না, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের পরিচালক ডা. নাফিসা জাহান স্বপ্না, শের-ই বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মইনুল ইসলাম হাফিজ এবং মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিব হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছাদ বাগানে জনগনকে উৎসাহিত করতে বিনামূল্যে এই চারা বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা প্রকৌশলী বরকত হাসান।