বরিশালে সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজনে ‘পঞ্চাশে বিজয়ে আবৃত্তি’

বরিশালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজনে ‘পঞ্চাশে বিজয়ে আবৃত্তি’ বরিশাল অঞ্চলের সমাপনী অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
অনুষ্ঠানে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নান্নু, বীর প্রতীক ক্যাপ্টেন মহিউদ্দীন মানিক, বরিশাল সচেতন নাগরীক কমিটির সভাপতি শাহ্ সাজেদা।
অনুষ্ঠানে শপথ বাক্য করান বীরমুক্তযোদ্ধা প্রদীপ কুমার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মারিফ আহমেদ বাপ্পী।
অনুষ্ঠানে শুরুতেই কবিতা আবৃত্তি করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অতিথিদের মাঝে কবিতা পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, আবৃত্তিশিল্পী কাজী সেলিনা, সোনিয়া আল আকসা, শারমিন জাহান, সঞ্জয় সাহা, মার্জিয়া বিনতে সালাম মৌরী, অতনু করঞ্জাই, মুরাদ আহমেদ, শুভঙ্কর চক্রবর্তী, দেবাশীষ চক্রবর্তী, নেয়ামতুল্লাহ, পাপিয়া জেসমিন, মশিউর রহমান পিংকুসহ প্রমুখ। ##