ফাইনাল যে সহজ হবে না, তা অনুমেয়ই ছিল

রাউন্ড রবিন লিগ পর্বে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরেছিল বাংলাদেশ। ফাইনাল যে সহজ হবে না, তা অনুমেয়ই ছিল। তারপরেও বাদ্য-বাজনা বাজিয়ে সমর্থকরা স্বাগতিক দলকে সমর্থন দিয়ে গেছেন। কিন্তু অনুকূল পরিবেশ পেয়েও ভাগ্য বদলালো না বাংলাদেশের। ফাইনালে লঙ্কানদের কাছে হেরেছে ৩-০ সেটে।
প্রথম সেটে দারুণ লড়াই করলেও হারই ছিল বাংলাদেশের পরিণতি। জাবিররা এর পর আর ম্যাচেই ফিরতে পারেনি। ফলে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের প্রথম শিরোপা জেতার গৌরব অর্জন করেছে শ্রীলঙ্কা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেটের শেষ দিকে লড়াই দারুণ জমে উঠেছিল। ২৫-২৫ এ সমতার পর শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায় ২৮-২৬ ব্যবধানে। দ্বিতীয় সেটেও বাংলাদেশ হেরে যায় ২৫-২০ পয়েন্টে। তৃতীয় সেটে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু ২৫-২০ পয়েন্টে হার নিয়েই মাঠ ছেড়েছে আলিপোর আরোজির দল। ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
অপর দিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে নেপাল। রোমাঞ্চকর ফাইনালে উজবেকিস্তানকে ৩-২ সেটে (২৬-২৪, ২৪-২৬, ২৫-১৫, ২২-২৫, ১৫-১০) হারিয়ে শিরোপা জিতেছে তারা। তাতে ২০১৯ সালের পর হিমালয়ের দেশটি আবারও শিরোপা ঘরে তোলার কৃতিত্ব দেখালো।