বরিশালে ৪ দিনব্যাপী ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

বরিশালে ৪ দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি শিশুকে ভিটামিন ক্যাপসুল খাইয়ে সিটি করপোরেশন এলাকায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।
সকাল ১০টায় বরিশাল জেনারেল হাসপাতালে জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, গতকাল শুরু হওয়া ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১৪ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে।
৪ দিনব্যাপী ক্যাম্পেইনে সিটি কপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ২২০ টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সিটি করপোরেশনের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুরোধ করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ।
এদিকে জেলার ১০টি উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫ টি ওয়ার্ডে ২ হাজার ৪০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এবং প্রতি উপজেলায় ১টি অতিরিক্ত কেন্দ্র সহ মোট ২ হাজার ৫০টি কেন্দ্রে ৪ হাজার ১শ’ জন স্বেচ্ছাসেবী এই ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। ক্যাম্পেইনে জেলায় ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৮২ হাজার ১৪৮ জন শিশু এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৩৪ হাজার ২২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।