‘হাঁটাচলা বন্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আরও অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন তার বোন সেলিমা ইসলাম।
গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন খালেদার সঙ্গে সাক্ষাৎ করে সেলিমা সাংবাদিকদের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন।
সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ। তিনি হাঁটাচলাও করতে পারছেন না। সারাশরীরে প্রচ- ব্যথা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খালেদা জিয়ার পরিবারের সদস্যরাপরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামুসদ্দিন দিদার বলেন, চেয়ারপারসনের বোন জানিয়েছেন তার হাত ‘ফ্রোজেন’ (তীব্র ব্যথায় জমাট বেঁধে যাওয়া) হয়ে গেছে। একা চলতে পারছেন না। হাত দিয়ে কিছু ধরতে পারেন না। খাবার তুলে খেতে পারছেন না।
প্রায় ২০ দিন পর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হয়েছে জানিয়ে দিদার বলেন, বিকেল সোয়া ৩টায় বোন সেলিমা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদসহ পরিবারের ৬ সদস্য হাসপাতালে দেখা করতে যান। সেখানে তারা প্রায় দেড়ঘণ্টা অবস্থান করে পৌনে পাঁচটার দিকে বের হন।
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। শারীরিক অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।