বরিশাল দলগঠন ও জরিপ প্রক্রিয়া সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল দলগঠন ও জরিপ প্রক্রিয়া সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘দলগঠন ও জরিপ প্রক্রিয়া সম্পর্কিত’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।

কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান। আইকিউএসি কর্তৃক ববির ২০১৯-২০ শিক্ষা বর্ষের ৬টি বিভাগের জন্য গঠিত সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সম্মানিত আহবায়কবৃন্দ সহ অন্যান্য সদস্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন।