বরিশাল বিভাগে ২৪ঘন্টায় নতুন শনাক্ত ১৫০,উপসর্গসহ মারা গেছে ৭জন

বরিশাল বিভাগে বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ১৮ জন। গত ২৪ ঘন্টায় কেবল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া একই সময়ে বরিশাল জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯৮ জনে গিয়ে দাড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮২৬ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৫৪ জন নিয়ে মোট ৭ হাজার ৫৬৯ জন, পটুয়াখালী জেলায় নতুন ৭ জন নিয়ে মোট ২৪২৬ জন, ভোলা জেলায় নতুন ৭ জন সহ মোট ২০২৫ জন, পিরোজপুর জেলায় নতুন ৩১ জন নিয়ে মোট ২০৩৩ জন, বরগুনা জেলায় নতুন ১৭ জন। বিভাগে মোট আক্রান্ত ১৩৭৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৩৪ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮৮ জন।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, বিগত ২৪ ঘন্টায় (গতকাল রোববার) সকাল পর্যন্ত হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ২ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজন মৃত্যুবরণ করেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১০৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ২২ জনের করোনা পজেটিভ এবং ৮৪ জন আইসোলেশনে রয়েছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে ৪৫ দশমিক ৮০ শতাংশ পজেটিভ শনাক্তের হার।
প্রসঙ্গত, বরিশাল বিভাগে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।