বরিশাল বিভাগে ৩৩ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত

বরিশাল বিভাগে ৩৩ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নিয়েছে বরিশাল। ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় বিভাগে ৩৩ হাজার  স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরিশাল উপ পরিচালক মো. শাহাবুদ্দিন।

এদিকে সোমবার (৯ মে) সকাল থেকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দুপুর ১২ টার পর থেকে দমকা হাওয়া শুরু হয়ে বৃষ্টি বেড়ে যায়।

বরিশাল আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, বরিশলে গত ২৪ ঘন্টায় বিকাল ৩ পর্যন্ত ৭.৭ মিলিমিটার বৃষ্টিপাত  রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামি ২৪ ঘন্টায় বিভাগে ভারি থেকে অতি ভারি ও মাঝারি আকারের বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিভাগরে দীপ জেলা গুলোর নদীবন্দর গুলোকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে পায়রা, চট্রগ্রমা, মোংলা গভীর সমুদ্র বন্দরকে ২ নম্বর হুশিয়ারি সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার গুলো উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

বরিশাল আবাহাওয়া অফিসের উচ্ছ পর্যবেক্ষক  মো. মাসুদ রানা রুবেল  বলেন, ‘পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড়টি বিকাল তিনটায় ১ হাজার কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আরো উত্তর পশ্চিমে অগ্রসার হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।’

এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সূত্রে জানা যায়, সকালে বরিশালে ঘূর্ণিঝড় আশনি মোকাবেলায়   স্বেচ্ছাসেবকদের সঙ্গে জরুরি সভা করা হয়েছে। এসময় তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরিশাল উপ পরিচালক মো. শাহাবুদ্দিন জানান, বরিশাল অঞ্চলে ৩৩ হাজার  স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রতিকুল অবস্থা  মোকাবেলায় তারা সক্রিয় রয়েছেন। উপকূল অঞ্চলের মানুষদের সচেতন মূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। 

অপরদিকে বিআইডব্লিউটি এর বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আবহাওয়ার পরিবর্তন বা অবনতি হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে নৌযান চলাচল বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।