বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা কে ফজলুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা কে ফজলুল হকের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।
শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হাসনাত জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আবদুল বাতেন চৌধুরী, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন, শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ইয়াসিফ আহমেদ ফয়সাল এবং আবাসিক শিক্ষার্থী শরিফুল ইসলাম নিলয় এবং এস এম শামীম হোসেন।
অনুষ্ঠানে শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবনী সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। তার জীবনী পড়ে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মূখ্য ভূমিকা রাখতে হবে।