বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মনতলা-সিতারামপুর ঘাটে ফেরি চলাচলের জন্য সম্প্রতি খনন কাজ চলছে। আর এ জন্য দুই পাড়ে ফেরিঘাটের সঙ্গে বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে সংযোগ সড়ক। এ নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেলা সদরে যাতায়াতের জন্য স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুলের আন্তরিক প্রচেষ্টায় মনতলা-সিতারামপুর ফেরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয়রা জানান, এভাবে রাস্তা নির্মাণ করলে মাস দুয়েকের মধ্যেই ভেঙে যাবে। আমরা চাই কাজগুলো যেনো আরও ভালোভাবে হয়।
হাজী আবুল হোসেন বলেন, দুই পারের রাস্তা আরো উঁচু করতে হবে। অন্যথায় রাস্তায় টেকসই করবে না। ঢালাই এর মাধ্যমে রাস্তাটি করলে এলাকাবাসী উপকৃত হবে।
এদিকে বিআইডব্লিউটি’র সহকারী প্রকৌশলী রবিউল আলম জানান, নদীপাড়ে আরসিসি ঢালাই করা যায় না। সারাদেশে বিআইডব্লিটিএ’র যতো ফেরিঘাট নির্মাণ করে নদীর পাড়ে তা বালি দিয়ে ডেস দিয়ে এভাবে কাজ করা হয়। মূলত নরম মাটিতে বাঁশগুলো ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ রডের মতো কাজ করে। এভাবেই সারাদেশে নদীর পাড়ের ফেরিঘাটের কাজগুলো সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।