বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত ঘরের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টিআর-কাবিখা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বাকেরগঞ্জ উপজেলার দ্বীপ ইউনিয়ন নলুয়াতে উপকারভোগী রহিমা বেগমের মাঝে বরাদ্ধকৃত ঘরের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। গতকাল বেলা ১২টায় উপজেলার নলুয়া ইউনিয়নে উপজেলা নিবার্হী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাসুদ আলম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন মোঃ আবদুল লতিফ, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, নলুয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম খান, নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহাবুদ্দিন খান বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক মোঃ মাসুদ সিকদার, সাংবাদিক শফিকুল আলম নাসির, নলুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ভূঁইয়া প্রমূখ। এসময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান উপজেলা প্রশাসনের আয়োজনে নলুয়া ইউনিয়নে নিজ হাতে বীজ রোপন করে তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন