বাবুগঞ্জে অবৈধ মশারি জাল দিয়ে মাছ শিকারের অপরাধে ৩ জনকে দন্ড

বাবুগঞ্জে অবৈধ মশারি জাল দিয়ে মাছ শিকারের অপরাধে ৩ জনকে দন্ড

 

বরিশালের বাবুগঞ্জে অবৈধ মসারি জাল দিয়ে মাছ শিকারের অপরাধে ৩ জনকে আর্থিক জরিমানা, একটি মসারি জাল ও ১ টি নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ৬ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ১ টি মসারি জাল জব্দ ও ৩ জন জেলেকে আটক করা হয়।


আটককৃত জেলেদেরকে শনিবার  দুপুরে ৩ টি মামলায় মৎস্য রক্ষা আইনে ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমূল রানী পাল।


অভিযান পরিচালনায় বাবুগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। জব্দকৃত অবৈধ মসারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত জেলেরা হলেন বরিশাল সদর উপজেলার চরবারিয়া ইউনিয়নের মোঃ রানা( ২৫), মোঃ সোহেল (২৬) ও মোঃ স্বপন (৩২)।