বাবুগঞ্জে অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস শ্রমিক ইউনিয়নের র্যালী

আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে 'মে দিবস' হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় 'শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি'।
যথাযথ মর্যাদায় বাবুগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার পাংশা অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস এর শ্রমিক ইউনিয়ন’র সকল শ্রমিকদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালী ঢাকা-বরিশাল মহা সড়কের কয়েক কিঃমিঃ পথ প্রদক্ষিন করে।
র্যালী শেষে সংগঠনের সহ-সভাপতি রুহুল আমিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন গাজী, কোষাধক্ষ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেল্লাল, দপ্তর সম্পাদক সজল চন্দ্র দাস, কার্যনির্বাহী সম্পাদক মোঃ কালাম মৃধা, কালু, কবির, মোঃ আজিজুল হক, সালাম হোসেন প্রমুখ। এসময় বক্তারা শ্রমিকদের স্বার্থ রক্ষায় একতা পোষণ করে বিভিন্ন দাবি জানান।