বাবুগঞ্জে ভূমি অফিসের নব নির্মিত ভবন উদ্বোধন

বাবুগঞ্জ উপজেলায় নবনির্মিত ভূমি অফিসের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৮ আগস্ট দুপুরে উপজেলা প্রশাসন বাবুগঞ্জ এর আয়োজনে রহমতপুর নবনির্মিত উপজেলা ভূমি অফিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমীনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল লাকি দাস, বাবুগঞ্জ থানা ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, চেয়ারম্যান রহমত পুর ইউনিয়ন পরিষদ আক্তারুজ্জামান মিলনসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক ভূমি অফিসের নাম ফলকের উদ্বোধন করেন এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
সেখান থেকে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে অফিসের পক্ষ থেকে নতুন পোশাক বিতরণ করেন। পরিশেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে দুটি ফলের চারা রোপণ করেন।