বাবাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল বুধবার বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়াতনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ’র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল চিশতীর সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মজিবুর রহমান(পিপি), উপ দপ্তর সম্পাদক এ্যাডঃ কাইয়ুম খান কাওসার, উপ প্রচার সম্পাদক এ্যাডঃ মিলন ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, লন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস এম শহিনুল ইসলাম সিকদার, সাংগঠনিক সস্পাদক মৃধা মুঃ আক্তার উজ-জামান মিলন, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সামসুজ্জামান সোহেল(এপিপি), দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল , প্রচার সস্পাদক শাহআলম সিকদার, শ্রমিকলীগের সাধারন সস্পাদক তাওহীদ হোসেন, যুগলীগ সম্পাদক মাসুদ করিম লাভু,ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান,সাধারন সস্পাদক গোলাম কিবরিয়াসহ বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।