বিদ্রোহী কবিতার শতবর্ষে গাফ্ফার চৌধুরী, হাসান আরিফ এবং পার্থ ঘোষের প্রতি শ্রদ্ধা

বিদ্রোহী কবিতার শতবর্ষে গাফ্ফার চৌধুরী, হাসান আরিফ এবং পার্থ ঘোষের প্রতি শ্রদ্ধা

কবি কাজী নজরুল ইসলাম-এর সঙ্গে ভালোয়ে মন্দয়ে মিলায়ে সবচেয়ে বেশি যে বিষয়টি উচ্চারিত হয় তা হলো কবির অনবদ্য সৃষ্টি বিদ্রোহী কবিতা। তাঁর সৃষ্টি অসংখ্য গান, গজল, নাটক উপন্যাসকে পাশে রেখে পৃথিবী জুড়ে আলোচিত কবির এই কবিতার পংক্তিমালা। কেবল একটি কবিতা বৃটিশ এবং ধর্ম ব্যবসায়ীদের ভীত কাঁপিয়ে দিয়েছে। যদিও এই কবিতার কারণে তাঁকে নাস্তিকসহ অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে।

এবছর কাজী নজরুল ইসলামের অনন্য সৃষ্টি বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি হয়েছে। তাই কবির ১২৩তম জন্ম বার্ষিকীর আয়োজন ঘিরে ছিল বিদ্রোহী কবিতার পংক্তিমালা উচ্চারণ এবং তা নতুন প্রজন্মের মাঝে প্রথিত করার আহ্বান। আলোচনা, আবৃত্তি, গান, নৃত্যে বিশেষভাবে বিদ্রোহী কবিতা প্রাধান্য পায়।

কবির জন্মদিনে মর্যাদার সঙ্গে বাচিক শিল্পীরা বিদ্রোহী কবিতা আবৃত্তির মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বরিশালে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত সংগঠনসমূহের বাচিক শিল্পীদের কণ্ঠে ধ্বনিত হয় বিদ্রোহী কবিতা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রবীণ এবং নবীন আবৃত্তি শিল্পীদের কন্ঠে উচ্চারিত বিদ্রোহী কবিতা নিবেদন করা হয় সদ্য প্রায়ত একুশে গানের রচয়িতা, ভাষা সংগ্রামী, সাংবাদিক লেখক, কলামিস্ট আবদুল গাফ্্ফার চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পদক বাচিক শিল্পী হাসান আরিফ এবং উপমহাদেশের অনন্য বাচিক শিল্পী পার্থ ঘোষকে।

গত ১১ জ্যৈষ্ঠ বুধবার বরিশাল শিল্পকলা একাডেমি মঞ্চে জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, আবৃত্তি, নৃত্যে এবং গানে বিদ্রোহী’র মুর্ছনায় মুগ্ধ হয় দর্শকরা। প্রদীপ প্রজ্জ্বলন শেষে অর্ধ শতাধিক নৃত্যশিল্পীরা মঞ্চে পরিবেশন করেন বিদ্রোহী কবিতা। ফাঁকে ফঁকে কথা ও আবৃত্তিতে প্রণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। 
এক পর্যায়ে মঞ্চে এসে দাঁড়ায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত সংগঠনের শিল্পীরা। আবৃত্তি শুরুর আগে প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাচিক শিল্পী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ঘোষণা দেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ তাঁদের উপস্থাপিত বিদ্রোহী কবিতা প্রয়াত একুশে গানের রচয়িতা, ভাষা সংগ্রামী, সাংবাদিক লেখক, কলামিস্ট আবদুল গাফ্্ফার চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পদক বাচিক শিল্পী হাসান আরিফ এবং উপমহাদেশের অনন্য বাচিক শিল্পী পার্থ ঘোষের প্রতি নিবেদন করা হচ্ছে। এই তিন বরেণ্য ব্যক্তির সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু হয় বিদ্রোহী কবিতা আবৃত্তি।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপস্থাপনায় বিদ্রোহী কবিতা আবৃত্তিতে অংশ নেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাচিক শিল্পী মানবেন্দ্র বটব্যাল, অধ্যাপক দীপংকর চক্রবর্তী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য আজমল হোসেন লাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মারিফ আহম্মেদ বাপ্পি, কাজী সেলিনা, সোনিয়া আল আকসা, অধ্যাপক সঞ্জয় সাহা, অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট প্রদীপ হালদারসহ সদস্য সংগঠন বরিশাল নাটক, খেয়ালী গ্রুপ থিয়েটার, কবিতার ক্লাশ আবৃত্তি চর্চা কেন্দ্র, সংলাপ, ব্রজমোহন থিয়েটার, উত্তরণ সাংস্কৃতি সংগঠনের বাচিক শিল্পীরা।

এর আগে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিভাগী কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ অতিথিরা। নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় নানা আয়োজন।