বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬ হাজার

করোনার অতিসংক্রামক ডেল্টা বা ভারতীয় ধরনের ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। এই ধরনটিকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ংকর ও মারাত্মক বলে অভিহিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো ৬ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২২ হাজার ৫২৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬৫ হাজার ২৯৩ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৭৯৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৪৫ হাজার ১৮৪ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ২৫৫ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৬৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৫৯৫ জন। অপরদিকে, সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৮৪৯ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬৬৮ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ২০৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ২০২ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার ৩২৯ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।