বিয়ের প্রলভনে ধর্ষণের ঘটনা, যাবজ্জীবন কারাদন্ড

বরিশালে বিয়ের প্রলভনে ধর্ষণের ঘটনা প্রমানিত হওয়ায় ১জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। এছাড়া ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার আসামী নিখিল চন্দ্র শিলের উপস্থিতিতে ট্রাইবুনালন এই রায় ঘোষনা করেন। ঐ ট্রাইবুনালের স্পেশাল পিপি ফয়জুল হক জানান, ২০১৪ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা থেকে জনৈক্য তরুনীকে (রুমা রানী শিল) বরিশাল নিয়ে আসে। নগরীর পোর্ট রোডের একটি আবাসীক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেয় তারা। সেখানে ঐ তরুনীকে ধর্ষণ করা হয়। পরে বিয়ে না করায় ঐ তরুনী বরিশাল কোতয়ালী থানায় ২০১৫ সালের ১০জনু একটি মামলা দায়ের করেন। আদালত স্বাক্ষী প্রমান শেষে আজ আসামী নিখিল চন্দ্র শিলকে উল্লেখিত দন্ড দেন।