বরিশালে ভোটার শূন্য দুই ইউপি উপ-নির্বাচন

বরিশাল জেলার বাকেরগঞ্জ ও উজিপুর উপজেলার দুটি ইউনিয়নে এবং সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকেরগঞ্জের কলসকাঠী এবং উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি না থাকলেও সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে সকাল থেকে প্রচুর সংখ্যক ভোটার দেখা গেছে।
নির্বাচিত দুই চেয়ারম্যানের মৃত্যুর কারণে কলসকাঠী এবং সাতলা ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কলসকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে এবং সাতলার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।
কলসকাঠী ইউনিয়নের ধাপরকাঠী বি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট অফিস ভাংচুর করে কর্মী-সমর্থকদের তাড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে ক্ষমতাসীন প্রার্থীর কর্মীরে বিরুদ্ধে। জাতীয় পার্টির প্রার্থীর পোলিং এজেন্টও তাড়িয়ে দেয়া হয়।
একই ইউনিয়নের ছোট দুধল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ভোট দেখিয়ে দিতে বাধ্য করার অভিযোগ ওঠে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আকনের বিরুদ্ধে। অন্যান্য কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগের লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কমী-সমর্থকদের মাঠেই নামতে দেয়নি বলে অভিযোগ উঠেছে। এ কারণে ভয়ে ভোটাররা কেন্দ্রে আসেনি এমন তথ্য জানিয়েছে অনেক ভোটার।
কলসকাঠী ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৭৪ জন। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার, বিএনপি’র শওকত হোসেন হাওলাদার এবং জাতীয় পার্টির এমএ বাছেদ হাওলাদার বাচ্চু।
এদিকে, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি ছিল না। এখানে বিএনপি’র প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী খায়রুল বাশার লিটনের একচেটিয়া প্রভাবে দুই স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাস ও রিয়াজ মোল্লা কোনো কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেননি। এক তরফা ভোট হওয়ায় সাধারণ ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ কারণে তারা কেন্দ্রে আসেননি এমন তথ্য পাওয়া গেছে। এই ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৯৬৩ জন।
বাকেরগঞ্জ এবং সাতলা ইউনিয়নের ভোটর শূন্য হলেও বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে ভোট হওয়ায় এখানে কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।
ভোট শুরুর আগে এই কেন্দ্রে উপস্থিত সকল ভোটারের মাঝে সদস্য প্রার্থী মো. মোকসেদ আকনের পক্ষে মাস্ক বিতরণ করা হয়। মোকসেদ আকন ছাড়াও এখানে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মাসুদ হোসেন হাওলাদার, মামুন হোসেন আকন এবং মো. বাদল হাওলাদার। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৭২৬ জন।