বৈরুতের বিস্ফোরণে আরো এক বাংলাদেশির মৃত্যু

বৈরুতের বিস্ফোরণে আরো এক বাংলাদেশির মৃত্যু

গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুত বন্দরের গুদামে ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় মো. জামাল নামে আরো একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির মাউন্ট লেবানন হাসপাতালে টানা ২১ দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে মৃত্যুর কাছে হেরে যান তিনি।

৪ আগস্টের ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ও শতাধিক বাংলাদেশি আহত হয়। কিন্তু আজ মঙ্গলবার আরো একজন মারা যাওয়ায় নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ছয় জনে।

জানা গেছে, নিহত জামালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। তার বাবার নাম দুধ মিয়া। তিনি ২০১৮ সালে কোম্পানি ভিসায় লেবানন যান। বিস্ফোরণের সময় সে বৈরুত বন্দর সংলগ্ন ঝিমাইজি এলাকায় একটি পিজা সপে কাজ করছিল। বিস্ফোরণে পিজা সপটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে জামাল মারাত্মকভাবে জখম হয়। পরে তাকে মাউন্ট লেবানন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।