ব্রজমোহন কলেজে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানাতে বিক্ষোভ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ ছাত্ররা। বরিশালে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে ওই দাবি জানায় তারা।
রোববার দুপুর ১২টায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্ট থেকে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
সাধারণ ছাত্রদের ব্যানারে বের হওয়া মিছিল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদ জানানো হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বাইরে কলেজ কলেজ রোডে গিয়ে শেষ হয়। একই দাবিতে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ, মো. মহসিন, মো. রাসেল, নাজিম মামুন ও রনি খন্দকার।
বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবষর্ষের অনুষ্ঠানে গুজরাট ও দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার অন্যতম হোতা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ না জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।