ভারতীয় মহাসাগরে আন্তর্জাতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা: ভারতীয় নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাচ্ছে। এই অঞ্চলে প্রধান বাণিজ্য পথগুলোতে একটি শক্তিশালী নৌবাহিনীর উপস্থিতি ভারতের অন্যতম অগ্রাধিকার।
রাজনাথ সিং আরও উল্লেখ করেন, চীনের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনার পর ভারতীয় নিরাপত্তা আরও জোরদার করতে কাজ করছে। ২০২০ সালে লাদাখের সীমান্ত সংঘর্ষে ২৪ জন ভারতীয় সেনার মৃত্যু হয়, যা ভারত-চীন দ্বন্দ্বের অন্যতম সূচনা।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন-ভারত সেনাদের মধ্যে সংঘাত চলমান থাকলেও সাম্প্রতিক সময়ে শান্তি আলোচনা ফলপ্রসূ হয়েছে। মুম্বাইতে নতুন সাবমেরিন ও নৌবাহিনীর জাহাজ উদ্বোধনকালে রাজনাথ সিং বলেন, “বিশ্বের অনেক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেই ভারতীয় মহাসাগরীয় অঞ্চল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এটি আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে।”
তিনি আরও যোগ করেন, ভারতের ৯৫% বাণিজ্য এই অঞ্চলের সঙ্গে জড়িত এবং এই কারণেই একটি শক্তিশালী ভারতীয় নৌবাহিনীর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তবে চীনের তুলনায় ভারত যুদ্ধজাহাজ নির্মাণে পিছিয়ে রয়েছে।
চীনের ৩৭০টির বেশি জাহাজের বিপরীতে, ভারতের মাত্র ৪টি জাহাজ নির্মাণের সংখ্যা রয়েছে। এই দ্বন্দ্বের মধ্যে ভারতের পরিকল্পনা ২০৩৫ সালের মধ্যে ১৭৫টি জাহাজ তৈরির।