ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়সীমা মাথায় রেখে আগামী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, “ভোটার তালিকা হালনাগাদে ইউএনডিপি থেকে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্টস স্ক্যানার ও ৪৩০০ ব্যাগ সহায়তা পাওয়া গেছে। এ প্রক্রিয়ায় দেশজুড়ে ৬৫ হাজার কর্মী কাজ করবে।”

সিইসি আরও জানান, “ইউএনডিপি লজিস্টিক সাপোর্ট দিচ্ছে এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় তাদের সমর্থন নেওয়া হতে পারে। ছয় মাসের কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এই হালনাগাদ শেষ করতে চাই। তবে সময়সীমা কিছুটা কমবেশি হতে পারে।”

নতুন করে প্রায় ১৯ লাখ ভোটার তালিকায় যুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

আগামীকাল সাভারে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

প্রধান উপদেষ্টা এর আগেই জানিয়েছেন, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। সিইসি নাসির উদ্দিন বলেন, “ভোটার হালনাগাদের এ কার্যক্রম সফলভাবে শেষ করাই এখন আমাদের মূল লক্ষ্য।”