মঠবাড়িয়ায় শ্রমিক লীগের উদ্যোগে মে দিবস পালন

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (১লা মে) সকাল সাড়ে সাতটায় দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেল চারটায় পৌর শহরে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক পাড়া দলীয় কার্যালয় আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর।
উপজেলা শ্রমিকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও পৌর শ্রমিক লীগ নেতা জুলফিকার আমীন সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রামিম আহমেদ, ইউনিয়ন শ্রমিকলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলফু তালুকদার, রফিকুল ইসলাম শাহিন খান, ইসমাইল হোসেন , উপজেলা ছাত্রলীগ আবু ইউসুফ রায়হান, যুগ্ম মহবায়ক মাহবুবুর রহমান আকাশ প্রমুখ।