মঠবাড়িয়ায় পৌর প্রশাসককে সংবর্ধনা

মঠবাড়িয়ায় পৌর প্রশাসককে সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিককে সংবর্ধনা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। গত ১০ মে মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের পরদিন পৌরসভার হলরুমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (১১ মে) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।এর মধ্যে রয়েছে যানজট, ড্রেন পরিষ্কার না করা, যেখানে সেখানে অস্হায়ী দোকান, নির্দিষ্ট স্হানে ময়লা না ফেলা, অনুমতি ছাড়াই মাইকিং, ভাঙা ব্রিজ মেরামত না করা,ইজারাদারদের দৌরাত্ম সহ বিভিন্ন সমস্যা। 

ইউএনও ঊর্মি ভৌমিক বলেন, পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।এখানে সরকারি বরাদ্দ খুবই অপ্রতুল।সরকারি বরাদ্দের মধ্যে জলবায়ু তহবিলের কিছু ফান্ড হয়তো আসতে পারে।পিছনে কি হয়েছে সেটা না খুঁজে সামনে কিভাবে নাগরিক সুবিধা দেওয়া যায় সেটাই এখন মুখ্য বিষয়। 

একজন মুক্তিযোদ্ধার প্রশ্নের জবাবে ঊর্মি ভৌমিক বলেন, পৌর মেয়র কাউন্সিলরদের নিয়ে সভা করেই যেকোন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।এখানে একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়।

তিনি আরো বলেন,সড়ক ও জনপথের আঞ্চলিক মহাসড়কটি পৌর শহরের প্রানকেন্দ্র দিয়ে অতিক্রম করায় এবং শহরের মধ্যে যানবাহন রাখার নির্দিষ্ট কোন জায়গা না থাকায় যানজট লেগেই থেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন শরীফ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শরীফ প্রমুখ সহ অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।