মনিরামপুরে ফাঁকা মাঠে জোড়া খুন

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের মাঠের মধ্যে জোড়া খুনের ঘটনা ঘটে।যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে জোড়া খুনের ঘটনা ঘটে।
নিহতরা ওই সময় কেবল টেলিভিশন লাইনের কাজ করছিলেন বলে প্রাথমিক তথ্যে জানান পুলিশের ওই কর্মকর্তা।
নিহতরা হলেন, যশোর সদরের জয়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও লোকমানের ছেলে আব্দুল আহাদ (২৫)।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে জানা যায়নি ঘটনার কারণ। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।