মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বিএনপির কমিটি

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বিএনপির কমিটি

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ জন্য দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক করে ১১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুস সালামকে সদস্যসচিব করে ১১৫ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে।