মহিলা পরিষদের প্রতিবাদ বরিশালে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প নির্ধারণের অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য সুপারিশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর অশি^নী কুমার হল চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা।
প্রতিবাদী মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার প্যানেল আইনজীবী অ্যাড. হিরণ কুমার দাস মিঠু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশালের সাধারণ সম্পাদক অ্যাড. এ, কে, আজাদ, কেন্দ্রীয় কমিটি শ্রমিক ফেডারেশন শামসুল আলম জুলফিকার, সুশাসনের জন্য নাগরিক সুজন এর নির্বাহী কর্মকর্তা রনজিৎ দত্ত, নারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অধ্যাপক টুনু রানী কর্মকার, কার্যকরী কমিটির সদস্য নিগার সুলতানা হনুফা।
মানববন্ধনে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো নারী কর্মকর্তাকে (ইউএনও) না রাখার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। সংসদীয় কমিটির এমন সিদ্ধান্ত নারীর জন্য অবমাননাকর এবং সরকারের নীতি, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনেরা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহবান জানান ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ পরিষদ বরিশাল জেলা শাখার কার্যকরী কমিটির সদস্য শিউলী সাহা।
মানববন্ধন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মরকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান কালে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।