মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় সংসদে চলতি বাজেটে শিক্ষা জাতীয়করণের বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

আগামী ২৫ জুনের মধ্যে অর্থ বরাদ্দের ঘোষণা না দেওয়া হলে আগামী ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করবেন তারা।

সারা দেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা ওই লাগাতার অবস্থানে অংশ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরন হালদার।

মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর ফকিরবাড়ি রোডের শিক্ষক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি হয় না। অথচ দেশের শিক্ষাখাত অবহেলিত। শিক্ষকরা অর্থ কষ্টে মানবেতর জীবনযাপন করছে। অর্ধহারে-অনাহারে-বিনা চিকিৎসায় মারা যাচ্ছে শিক্ষকরা। চলতি বাজেটে শিক্ষা জাতীয়করণের বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় সংগঠনের আঞ্চলিক সাধারণ সম্পাদক মো. আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।