মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলবে খুলনা

মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলবে খুলনা

একই দলে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুইয়ের মধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার নেতৃত্ব কে পান এ নিয়ে সবার

কৌতুহল ছিল। মঙ্গলবার সেই কৌতুহল মিটল। দুই আইকন খেলোয়াড়ের মধ্যে থেকে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকে বেছে নিয়েছে দলটি।

এক বিবৃতিতে মাহমুদউল্লাহকে অধিনায়ক করার কথা জানিয়ে জেমকন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘মাহমুদউল্লাহ ও সাকিবকে এক সঙ্গে দলে পেয়ে আমরা ভীষণ খুশি। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনাকে নেতৃত্ব দেবে। সে এর আগে অনেক সফলতা নিয়ে বিপিএলে তিন মৌসুমে খুলনা টাইটান্স দলের অধিনায়কত্ব করেছে।’

উল্লেখ্য, বিপিএল দল খুলনা টাইটান্সের মালিকানাও জেমকন গ্রুপেরই। ২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনী দিনেই ফরচুন বরিশালের বিপক্ষে মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলতে নামবে খুলনা।


ভোরের আলো/ভিঅ/১৮/২০২০